Skip to main content

Calculate Any Log Value Without Calculator

লগারিদম ২ প্রকার।
1. 10 ভিত্তিক যাকে log দিয়ে প্রকাশ করা হয় 2. e ভিত্তিক যাকে ln দিয়ে প্রকাশ করা হয়
বি.দ্রঃ এই ln কে "এল এন" ব্যতীত অন্য কিছু পড়া যাবে না, তবে কোনো শিক্ষক "এল এন" ব্যতীত অন্য কিছু পড়লে তাঁর ভুল ধরা যাবে না।

10 base logarithm


ক্যালকুলেটর ছাড়া লগারিদমিক মান নির্ণয়ের জন্য আপনাকে log1 থেকে log10 এর মানগুলো মুখস্থ রাখতে হবে।

আমি মানগুলো লিখে নিচ্ছি, চাইলে ক্যালকুলেটরে দেখে নিতে পারেনঃ

  • log1=0

  • log2=0.3

  • log3=0.48≈0.5

  • log4=0.6

  • log5=0.7

  • log6=0.78≈0.8

  • log7=0.85

  • log8=0.9

  • log9=0.95

  • log10=1

উপরোক্ত মানগুলো অবশ্যই মুখস্থ রাখবেন যারা ট্রিকটি কাজে লাগাতে চান।

এবার দেখে নেয়া যাকঃ

আমাদের প্রথম কাজ হচ্ছে, যে সংখ্যাটির log এর মান বের করতে চাই সেই সংখ্যাটিকে ভেঙে ক্ষুদ্রতম সংখ্যাগুলোতে প্রকাশ করা। দুটো উদাহরণ দিলেই বুঝতে পারবেন....

এই সূত্রটিকে আমরা কাজে লাগাবঃ log(xy)=log x + log y

log90=log(9 × 10)

=log9 + log10

=1+0.95 [মানগুলো আমরা উপরে শিখে এসেছি]

=1.95

আবার,

log72=log(8 × 9)

=log8 + log9

=0.9+0.95

=1.85 [এই যোগটা একটু কষ্ট করে আপনাকে করতেই হবে]


সম্ভাব্য প্রশ্নঃ এগুলো সহজে ভাঙা যাচ্ছে, তাই এভাবে করতে পারছি কিন্তু যেগুলো ভাঙা যাবে না, মৌলিক সংখ্যা (13,17,29,31 ইত্যাদি) সেগুলোর ক্ষেত্রে কীভাবে করব?

উত্তরঃ যেহেতু আমরা ক্যালকুলেটর ছাড়া করছি সেহেতু আমারা একদম সঠিক মানটা পাব না কিন্তু খুব কাছাকাছি মান পাব। তাই ঐরকম সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা তার আশেপাশের একটা সংখ্যা বেছে নিব যেটাকে সহজে ভাঙা যাবে।

যেমনঃ

log(42)=1.62 [using calculator]

কিন্তু এটাকে যদি আমরা আমাদের নিয়মে করি তাহলে হবেঃ

log(42) → log(40) [ধরে নিলাম]

=log(10 × 4)

=log10 + log4

=1+0.6

=1.6

দেখুন, আমরা অনেকটা কাছাকাছি মানই পেয়েছি, আর যেহেতু আমরা একটু কমিয়ে ধরে অংকটা করেছি সেহেতু উত্তর লিখার সময় অনুমান করে একটু বাড়িয়ে লিখলেই হবে।


সম্ভাব্য প্রশ্নঃ আমি তো শুধু ছোট ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি, তাহলে বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে কীভাবে করব যেগুলো ভাঙতে গেলেও অনেক সময় লেগে যাবে?


উত্তরঃ 3082 একটি বড় সংখ্যা। এটি ভাঙতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই এই ধরণের সংখ্যাকে আমরা একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখে নিবঃ 3082=3.082 × 103

এবার একটু সহজ লাগছে কি?

log3082=log(3.082 × 103)

=log3.082 + log103

=log3.082 + 3log10 [log xm = mlog x]

= log3 + 3log10 [3.082 এর কাছাকাছি মান ধরে নিলাম 3]

=0.48+3×1 [log3=0.48 & log 10=1]

=3.48

log3082=3.488 [using calculator]

এখন কি ধরতে পেরেছেন কীভাবে কি হচ্ছে?

আরেকটি উদাহরণ দেখা যাকঃ

log7528=log(7.528×103)

=log7.528 + log 103

=0.87+3×1

=3.87

আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, log7 এর মান 0.85 কিন্তু এখানে 0.87 নিলাম কেন? কারণ 7 ছিল না, 78 এর মাঝামাঝি দিকে ছিল (7.528), তাই 0.90.85 এর মাঝামাঝি মানটি (0.87 বা  0.88) নিয়েছি, একটু বেশি থাকলে একটু বেশিই নিতাম যাতে অনেকটা কাছাকাছি মান পাওয়া যায়।

log7528=3.8766 [using calculator]

আসলে এইসব ক্ষেত্রে কোন মান কীভাবে কতঘর পর্যন্ত নিতে হবে কিংবা কতটুকু বাদ দিতে হবে বা যোগ করতে হবে, কিছুদিন প্র্যাকটিস করলে আপনা আপনিই বুঝতে পারবেন।

e base logarithm


ln এর ক্ষেত্রেও একই পদ্ধতি। এক্ষেত্রেও কষ্ট করে কিছু মান আপনাকে মুখস্থ করতে হবে। তবে আপনি যদি log(10 base) এর মান বের করতে পারেন, তাহলে ln (10 base) এর মানও বের করতে পারবেন।

কোনো সংখ্যার log(10 base) এর মানকে 2.303 বা মুখে মুখে বা মনে মনে করার জন্য 2.3 দ্বারা গুণ করলেই সেই সংখ্যার ln(e base) এর মান পাওয়া যাবে।


আশা করি, সবাই বুঝতে পেরেছেন। এবার খাতা কলম নিয়ে বসে পড়ুন, ভালোভাবে ট্রিকটি আয়ত্ত করতে ১০ মিনিটও বোধ হয় লাগবেনা।

তারপরও কারো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সাধ্যমত বুঝিয়ে দিতে চেষ্টা করব।


If you want to connect with me at facebook, please click here.
  

Comments

Post a Comment

Popular posts from this blog

Mini Militia Old Version Download (3.0.6 & 3.0.47)

২০১৭ সালের দিকে Mini Militia নামের একটি Game ব্যাপক জনপ্রিয়তা পায়। তখনকার সময়ানুযায়ী সেটি যথেষ্ট উন্নত ছিল। তবে ধীরে ধীরে সময়ের পরিক্রমায় সেটি আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে নি। তাই বর্তমানে PUBG, Free Fire ইত্যাদির ভীড়ে সেটি হারিয়ে গেছে। তবে এখনো অনেকে Mini Militia গেমটি ইন্টারনেটে খুঁজেন। তার সবচেয়ে বড় একটি কারণ হল, এটি খেলার জন্য শক্তিশালী Processor সম্বলিত ফোন লাগে না। খুব সাধারণ এন্ড্রয়েড ফোনেও সাবলীলভাবে খেলা যায়। তাছাড়া, ইন্টারনেট ছাড়াই খেলার কারণেও অনেকে খুঁজেন। এর পাশাপাশি শৈশবের স্মৃতি হিসেবে তো রইলই। আমিও তখন এটি অনেক খেলেছি। বিশেষ করে করোনা ভাইরাসের অবরুদ্ধ সময়ে আমরা (আমি, রাকিব, রিফাত, রবিন, মুর্শিদুল, তুষ্টি) আমাদের লটকনতলায় বসে প্রচুর খেলেছি আর গল্পগুজব করেছি।  বর্তমানে ঐ সময়ের গেমটি (পুরাতন ভার্সন) আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমরা বেশ কয়েকজন সেটি খুঁজতে প্রচুর সময় ব্যয় করেছি। এমনকি প্রায় দশ পনেরোটি ভিন্ন ভিন্ন গেম ইন্সটল করেও সেটি আর পাই নি। কাকতালীয়ভাবে আমার মতই কোনো একজনের কাছে সেই সময়ের গেমটি পেলাম। আমার কাছে একটি ছিল। আমি ড্রাইভে আপলোড করে রেখেছিলাম। বুঝতে...

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ব্যাঙ্গাত্বক কথোপকথন

রবীন্দ্রনাথ: "কবি, করিয়াছো ভূল, রাখোনাই দাঁড়ি রাখিয়াছো চুল" । নজরুল:  "অন্তরে বিশ্বাস নেই, মিছে করো প্রভুর আশা, প্রভু কি বাবুই পাখি, তোমার দাঁড়িতে বাঁধিবে বাসা?" বি.দ্র. উপরোক্ত লাইন দুটি কোনো কবিতার অংশবিশেষ নয় । ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম মুসলমান তাই দাঁড়ি রাখাটা সুন্নত ছিল যদিও তিনি দাঁড়ি রাখেন নি, বরং দাঁড়ি না রেখে চুল রেখেছিলেন, তাই রবীন্দ্রনাথ সেকথাই ব্যাঙ্গ করে বলেছিলেন। আর রবীন্দ্রনাথের দাঁড়িকে বিদ্রোহী কবি বাবুই পাখির বাসার সাথে তুলনা করেছেন। যেহেতু রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন তাই আল্লাহর প্রতি তাঁর বিশ্বাস নেই, অথচ তিনি প্রভুর আশা করেন। মূলকথা হল, অন্তরের দৃঢ় বিশ্বাসটাই আসল, বাহ্যিকরূপ শুধু বাইরের আবরণ ব্যতীত কিছু নয়। ফেসবুকে আমি

বড় বড় পরীক্ষার রেজাল্টের দিন সহজে রেজাল্ট দেখার উপায়

প্রায় যেকোনো বড় পরীক্ষার রেজাল্টের দিনই আমাদের দেশের সংশ্লিষ্ট ওয়েবসাইট ডাউন হয়ে যায়, কারণটা কারো অজানা নয়। ফলে আমার মত শিক্ষার্থীদের রেজাল্ট দেখতে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয়। এর সমাধান সংশ্লিষ্ট ওয়েবসাইটের ম্যানেজমেন্ট বিভাগে যারা থাকেন তাদের হাতে। কিন্তু আমি চিন্তাভাবনা করে একটা পদ্ধতি বের করছি যার মাধ্যমে এই সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়া যায়।  বর্তমানে আমরা প্রায় সবাই জানি ip address সম্পর্কে, আমরা যারা মোবাইলের ইন্টারনেট ব্যবহার করি, তাদের ক্ষেত্রে প্রতিবার নেটওয়ার্ক সুইচিং এ এই ip  address change হয়(আমাদের দেশের 4G তে হয় না)।  সেহেতু wifi network এ ip address fixed থাকে, তাই এই পদ্ধতি wifi network এর ক্ষেত্রে কাজে দিবে না। উদাহরণস্বরুপ ব্যাখ্যা করছিঃ আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিল দুপুর 2 টার পরপর। তো তখন প্রচুর ব্যবহারকারীর কারণে প্রায় কেউই ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিল না। তবে আমি মোটামুটি প্রথম কয়েক মিনিটের মধ্যেই প্রবেশ করতে পারি। কিন্তু তারপর যখন আমি অন্য একজনের রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে সাবমিট দিলাম, দেখলাম অনেক সময় গেলেও আমার রেজাল্ট আসছে না।...